1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
Mymensingh Live
শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ০৫:৪২ পূর্বাহ্ন

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
Binodon

মেয়ে আরাধ্যায় ১০ম জন্মদিনে মালদ্বীপে সপরিবারে ঘুরতে গেছেন অভিষেক-ঐশ্বরিয়া রাই। সেখানে অভিজাত রিসোর্ট আমিল্লাতে সময় কাটাচ্ছেন তারা। সেই রিসোর্টে যে আনন্দে সময়ে কাটছে, সেটি বোঝা যায় তাদের শেয়ার করা কয়েকটি ছবিতে।

টুইটারে অভিষেক ও ঐশ্বরিয়া বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, রিসোর্টটি চমৎকার। কী নেই সেখানে। পুল ভিলা, সানসেট ওয়াটার ভিলা, লগন ওয়াটার ভিলা ছাড়াও রয়েছে সুপরিসর শোবার ঘর।

Girl in a jacket

এগুলোর মধ্যে কোনটি অভিষেক-ঐশ্বরিয়া বেছে নিয়েছেন সেটি জানা যায়নি। তবে রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা গেছে, রিসোর্টের সবচেয়ে কম খরচে ভিলার এক রাতের খরচ প্রায় ৮৭ হাজার টাকা। সেখানে সবচেয়ে বড় ভিলাটিতে এক রাত থাকার খরচ সাড়ে ১১ লাখ টাকারও বেশি।

হিন্দুস্তান টাইমস জানায়, ঐশ্বরিয়া-অভিষেক নিঃসন্দেহে বিলাসবহুল দামি ভিলায় উঠেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এই রিসোর্টে চার, ছয় আর আট বেডরুমের ভিলা রয়েছে। ছয় বেডরুমের ভিলাতে এক রাতের ভাড়া ১৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ১৪ হাজার ২২ টাকা)।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিলা থেকে বাইরের ভিউ ক্যামেরাবন্দি করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। এর মধ্যে সাবেক মিস ইন্ডিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, টুইন সুইমিংপুল, প্রাইভেট বিচ, যা ঘিরে আছে কিছু নারিকেলগাছ।

এই মাসের শুরুতেও মালদ্বীপে গিয়েছিলেন এই তারকা দম্পতি। তখন ছিল ঐশ্বরিয়ার জন্মদিন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক