ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীর থেকে ২২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়।
ওয়ান্টেড ফিলিস্তিনিদের গ্রেফতার করতে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে বড় আকারে গ্রেফতার অভিযান পরিচালনা করছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ইসরাইলের বিভিন্ন কারাগার বা বন্দিশিবিরে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে ছয়জন পার্লামেন্ট সদস্য, ৫২ জন নারী রয়েছেন।
সূত্র : আনাদোলু