জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. জালাল উদ্দিন।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে প্রফেসর ড. জালাল উদ্দীন-কে এই দায়িত্ব দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রফেসর ড.জালাল উদ্দিন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন কার্যাবলী সম্পাদন করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান।