ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে চার জেলার ১৪৭ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। এরমধ্যে ছেলে ৬৫ হাজার ১৯০ জন এবং মেয়ে ৬৭ হাজার ৭৮২ জন। প্রতিটি কেন্দ্রে হ্যান্ড সেনিটাইজার, সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। শারীরিক দুরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসানো হয়েছে। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।