সংসদের ১৫তম অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ বিকাল ৪টায় শুরু হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ অধিবেশনের শেষভাগে বিশেষ বিশেষ আলোচনা হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোতে নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন করা হবে।

অধিবেশনের শেষ দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ এর আওতায় দুই বা তিন দিন বিশেষ আলোচনা হতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাধারণ কার্যদিবসগুলোতে করোনা পরীক্ষার ভিত্তিতে কোরাম পূরণের শর্তে সীমিত সংখ্যক সংসদ সদস্যদের অধিবেশনে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

Share this post

scroll to top