আবারও হাসপাতালে খালেদা জিয়া

শারীরিক চিকিৎসার জন্য আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, যেকোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, হাসপাতালে যেতে খালেদা জিয়া কোনোভাবেই রাজি হচ্ছিল না। তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান সিঁথি অনেক বুঝিয়ে তাকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন।

এর আগে গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া।

Share this post

scroll to top