ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ-এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর জ্যামাইকার হিলসাইডে অবস্থিত সেলিম বিরিয়ানি হাউজে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমরুল কায়েস। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ২০২২-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
সমিতির সদ্য বিদায়ী সভাপতি মনজুরুল হক তুষারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম কাজল।
সভায় সিদ্ধান্ত হয়, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা সমিতির উপদেষ্টাদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় সাধারণ সভার কার্যক্রম।