ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫জনে দাড়িয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে অটোরিকশাচালক সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে অটো যাত্রী কলিমউদ্দিন (৮৫) মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা(৪৫), চক রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) এবং বাগান এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) মারা যান।
স্থানীয় ও ত্রিশাল থানাসূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি বালিপাড়া যাচ্ছিল। সকাল পৌনে ৯টায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়।