কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।’ বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাককানইবি’র যৌথ আয়োজনে আজ ১০ই নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক এই দিবসটি পালিত হয়। সেখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট বিতরণের পর এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুব্রত কুমার দে এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দীন এর উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হয় আয়োজন। আলোচনায় বক্তারা হিসাববিজ্ঞান বিষয়ের গুরুত্ব এবং এই দিবসটির প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানলাভের জন্য উদ্বুদ্ধ করেন।

বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক এই দিবসটি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান দিবস উদযাপনের সাৰ্বিক দায়িত্বে ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম।

উল্লেখ্য, হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ এই পেশায় নিয়োজিত সকল মানুষের কাছে এই দিবসটি তাৎপর্যপূর্ণ। হিসাববিজ্ঞানের জনক হিসেবে সমধিক পরিচিত ইতালীয় গাণিতিক লুকা পেসিওলির জগদ্বিখ্যাত বই ‘সুমা ডি এরাথমেটিকা, জিওমেট্রিকা, প্রোপরশনি-এট-প্রোপরশনালিটা’- ১৪৯৪ সালে ১০ নভেম্বর সর্বপ্রথম ইটালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই বইটি তখনকার সময়ে গাণিতিক জ্ঞানের সারমর্ম তুলে ধরে সাড়া ফেলে দেয়। এটিকে ডাবল এন্ট্রি বুক কিপিং এর উপর প্রথম মুদ্রিত বই হিসাবে গণ্য করা হয়, যাকে মেথড অব ভেনিস হিসেবেও আখ্যায়িত করা হয়।

Share this post

scroll to top