ময়মনসিংহে কল্যাণ ট্রাস্টের টাকা পেলেন ৭৭ জন বেসরকারি শিক্ষক কর্মচারী

ময়মনসিংহে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা পেয়েছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। এ প্রক্রিয়ার মাধ্যমে কল্যাণ ট্রাস্টের আওতায় ময়মনসিংহে ৭৭ জন বেসরকারি শিক্ষক কর্মচারীকে ৩ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৩ টাকা দেয়া হয়েছে। অপরদিকে ময়মনসিংহসহ দেশের ৪৩৫ জন শিক্ষক কর্মচারীকেও ১৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি অবসরপ্রাপ্ত ৪৩৫ জন শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার ১৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৪৭৩ টাকা পেয়েছেন।

এর মধ্যে বরিশালে ৯১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীকে ৪ কোটি ২ লাখ, ২১ হাজার ৪৩২ টাকা, ময়মনসিংহে ৭৭ জন বেসরকারি শিক্ষক কর্মচারীকে ৩ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৩ টাকা, যশোর ও আশপাশের জেলাসমূহের ২১৫ জন শিক্ষক কর্মচারীকে ৭ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৬১৯ টাকা, পটুয়াখালীতে ১৮ জন শিক্ষক কর্মচারীকে ৭২ লাখ ৪৩ হাজার ২৯০ টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন শিক্ষক কর্মচারীকে ৭০ লাখ ৮৫ হাজার ৬১০ টাকা এবং ঝিনাইদহে ১৭ জন শিক্ষক কর্মচারীকে ৯৬ লাখ ২১ হাজার ৯৮২ টাকা প্রদান করা হয়েছে।

Share this post

scroll to top