জাতীয় সংসদের হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ সামরিক বা ক্যান্টনমেন্টে গড়ে উঠা রাজনৈতিক দল নয় ।
কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতারা জনগণের কাছে যতবেশি বিনয়ী ও আন্তরিক হবেন, ততবেশি আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে। আওয়ামী লীগ এদেশের মানুষের শরীরের ঘাম ও পরিশ্রমের মাধ্যমেই গড়ে উঠা রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন।
সোমবার (৮ নভেম্বর) লক্ষীপুের জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজীত রায় নন্দী, সাবেক মন্ত্রী ও লক্ষীপুর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও ল²ীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এছাড়া বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।