গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এই কারখানায় আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, ব্লিচিং পাউডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা ছোটাছুটি করতে থাকেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে আগুনের ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হন।

Share this post

scroll to top