নানা আয়োজনে ময়মনসিংহে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কলেজ রোডে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়িতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এর আগে টাউন হল মাঠে জাতীয় চার নেতার প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে আলোচনা সভা শেষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এক শোকর্যালি বের করে এবং সৈয়দ নজরুল ইসলামের বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।