জলবায়ু ইস্যুতে সময়োপযোগী পদক্ষেপ নিন: মেয়র আতিক

জলবায়ু সংকটময় পরিস্থিতিতে বিশ্বনেতাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে সময়োপযোগী পদক্ষেপ ও বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জলবায়ু সংকট ও অবিচার নিয়ে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বাস্তবতা এবং এর ফলে আমাদের শহরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অসময়ে বৃষ্টিপাতসহ নানাবিধ ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই ঢাকা শহরে ব্যাপক অভিবাসন চলছে।

আলোচনায় আতিকুল ইসলাম জানান, সি-৪০ এর ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাইমেট মাইগ্রেশনের টাস্ক লিডার হওয়ায় আশ্রয়, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনবিষয়ক সেবা দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু পুনর্বাসনই নয়, তাদের সহনশীল ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তার রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, বর্তমান প্রজন্ম যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাস্তব জ্ঞান পায় সে জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি জলবায়ু পরিবর্তন জাদুঘর তৈরির পরিকল্পনা করছে।

আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ উদ্যোগ নিয়েছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজনের পাশাপাশি জলবায়ু অভিবাসীদের জলবায়ু সহনশীল অবকাঠামো এবং গ্রামেই তাদের জীবিকা খুঁজে বের করার জন্য খুবই সহায়ক।

এ সময় অন্যদের মধ্যে সি-৪০ চেয়ারপারসন লসঅ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটি, লন্ডনের মেয়র সাদিক খান ও প্যারিসের মেয়র আন্নে হিদালগো উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top