বাংলাদেশকে উড়িয়ে দিয়ে যা বললেন দ. আফ্রিকা অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার। পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করা প্রোটিয়া দলটি এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

নিজেদের শেষ তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা হারায় বাংলাদেশ দলকে।

বাংলাদেশ দলকে উড়িয়ে দিয়ে প্রোটিয়া অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, এটি আমাদের জন্য একটি ভালো দিন ছিল। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বলেন, প্রথম ইনিংসের সময় উইকেটে বেশ ভালো ছিল। বোলারা উইকেট থেকে সহায়তা পেয়েছে। আমাদের কাগিসো রাবাদা ও আনরিচ নর্টজে দারুণ বল করেছে। কোনো দলে রাবাদার মতো একজন বোলার থাকা ভাগ্যের ব্যাপার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪/১০ রান (মেহেদি হাসান ২৭, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, আনরিচ নর্টজে ৩/৮, তাবরিজ শামসি ২/২১)।

দক্ষিণ আফ্রিকা: ১৩.৩ ওভারে ৮৬/৪ রান (টিম্বা বাভুমা ৩১*, রিশি ভেন দার ডুসেন ২২, কুইন্ডন ডি কক ১৬; তাসকিন আহমেদ ২/১৮, মেহেদি হাসান ১/১৯, নাসুম আহমেদ ১/২২)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।

Share this post

scroll to top