ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সারে সাতটায় এই দুর্ঘটনাটি ঘটে।

ত্রিশাল থানা সূত্রে জানাযায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে মটর সাইকেল আরোহীকে বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল(ঢাকা মেট্রো হ-৬৭-৫৮৫৯) আরোহী ফিরোজ মোর্শেদ(৩৫) ও তৌহিদুল ইসলাম(২৪) সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়।

সহোদর দুই ভাই গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ী জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিল।

ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকস এ চাকুরী করতেন ও তার ছোট ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় আসেন।পরে দুই ভাই বাড়ির উদ্দেশেই রওনা হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কার্ভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সহোদর দুই ভাই জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

Share this post

scroll to top