ময়মনসিংহে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বৈশ্বিক জলবায়ু সংক্রান্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি তসলিম উদ্দিন, ময়মনসিংহ সদর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কো-অর্ডিনেটর হামিদুর রহমান, ময়মনসিংহ সদর স্বচ্ছতার জন্য নাগরিক সদস্য রোকনুজ্জামান জুয়েল, ময়মনসিংহ সদর ইয়েস দলনেতা উৎসব সিংহ সাগরসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা।
মানববন্ধনের আলোচ্য বিষয় ছিল রবিবার থেকে যুক্তরাজ্যের গ্লাসকোতে কপ-২৬ জলবায়ু সম্মেলন উপলক্ষে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার করতে হবে। এছাড়া প্রতিশ্রুতি জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।