বাঞ্ছারামপুরে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

নিহতরা হলেন নরসিংদীর সদর উপজেলার সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে জুয়েল (৩৫)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, স্পিডবোটটি ১০/১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় সবাই সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও জুয়েল ও ফরিদ মিয়া হাবুডুবু খেতে থাকেন। এসময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে। উদ্ধারের পর ঢাকায় নেয়ার পথে জুয়েলের এবং নরসিংদী নেয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Share this post

scroll to top