টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন সরকার মোহাম্মদ কায়সার। শুক্রবার (২৯ অক্টোবর) পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। সরকার মোহাম্মদ কায়সার ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে। ২০০৫ সালে ২ জুলাই পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সরকার মোহাম্মদ কায়সারের বদলির প্রজ্ঞাপন জারি করেন। তাকে ভোলা জেলা থেকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়।
ওই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়।
সরকার মোহাম্মদ কায়সার পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ভোলায় দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন।