রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার শিবির নেতাসহ নয় জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩০ অক্টোবর) বিকালে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী খান এই আদেশ দেন।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ থানা থেকে তাদেরকে আদালতে হাজির করা হয়। আসামিরা কোনও স্বীকারোক্তিমুলক জবানবন্দি না দিতে চাওয়ায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
কোর্ট সিএসআই শহিদুল ইসলাম জানান, রিমান্ডে থাকা অপর আসামি শিবির নেতা ওমর ফারুককে গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নেয় পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) বিকালের পর আদালতে হাজির করলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পীরগঞ্জে হামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং সহিংসতার একটিসহ চারটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৭১ জন।