করোনার উৎস অনুসন্ধানে হাল ছেড়ে দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা

করোনোভাইরাস জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য সৃষ্টি হয়নি বলে দাবি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কিন্তু যেই প্রাণঘাতী ভাইরাস এ পর্যন্ত অর্ধকোটিরও বেশি মানুষের প্রাণ নিয়েছে তার উৎস হয়তো অজানা থেকে যাবে। কোভিডের উৎস সংক্রান্ত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই)।

মহামারি করোনাভাইরাস প্রাণীর শরীর থেকে মানবদেহে ছড়িয়েছিল নাকি গবেষণাগার থেকে দুর্ঘটনাক্রমে বাইরে ছড়িয়েছে, এ নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করে ওডিএনআই। দীর্ঘ পর্যালোচনা শেষে জানিয়েছে, ভাইরাসের উৎস সম্পর্কে চীন পর্যাপ্ত সহযোগিতা না করায় এর উৎস হয়তো কখনোই জানা যাবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে ‘করোনার উৎস নিয়ে গোয়েন্দা মহল বিভক্ত। চারটি গোয়েন্দা সংস্থা জানায়, সংক্রমিত প্রাণী বা সংশ্লিষ্ট কোনও ভাইরাস থেকে করোনার উৎপত্তি হয়। ‘আরেকটি সংস্থা বলছে, ল্যাবরেটরিতে দুর্ঘটনার ফলে করোনা প্রথম মানবদেহে বাসা বাঁধে। সম্ভবত উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে প্রাণী নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় ওই দুর্ঘটনা হয়’।

করোনাভাইরাস ২০১৯ সালে চীনের উহান থেকে ছড়ায়। চীন বলছে, এটি কাঁচাবাজার থেকে ছড়িয়ে থাকতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, গোপন ল্যাব থেকেই এই ভয়াবহ ভাইরাস ছড়িয়েছে। যদিও এমন দাবি প্রত্যাখান করে আসছে বেইজিং। করোনার উৎস অনুসন্ধানে দ্বিতীয় দফায় বিশেষজ্ঞদের উহানে প্রবেশের অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও তা নাকচ করে দিয়েছে বেইজিং।

Share this post

scroll to top