বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন মানুষের মধ্যে একটা বড় ধরনের জিজ্ঞাসা হচ্ছে, পরিবর্তনটা কবে আসবে? যেভাবে চতুর্দিকে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, এখান থেকে আমরা কবে বেরোতে পারবো?’ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের পদ্মা মিলনায়তনে ‘আনোয়ারউল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা অনেকেই হতাশ। প্রায়ই হতাশার কথা শুনি। কিছুক্ষণ আগে এই কক্ষ থেকে বেরিয়েছিলাম, তখন আমাকে একজন জিজ্ঞাসা করলেন- ‘স্যার আর কতদিন?’ এরকম অনেক মানুষের মধ্যে একটা বড় ধরনের জিজ্ঞাসা যে, পরিবর্তনটা কবে আসবে?”
বিএনপি মহাসচিব যোগ করেন, ‘আমি রাজনীতি করি, বড় দলের সঙ্গে সম্পৃক্ত আছি, স্বাভাবিকভাবেই আমার কাছে প্রশ্ন আসতে পারে, শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে কবে বেরোতে পারবো? আপনাদের সরাসরি উত্তরে বলতে চাই, আমরা অবশ্যই বেরোতে পারবো। কারণ এই দেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মানুষ যখন জেগে উঠেছে তখন কিন্তু অবশ্যই শাসকদের পরাজয় বরণ করতে হয়েছে। সেজন্য মানুষকে জেগে উঠতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর ওপর লেখা ৫৯০ পৃষ্ঠার গ্রন্থটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। তার কৃতির কথা তুলে ধরে মির্জা ফখরুলের মূল্যায়ন, ‘অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী সবসময় পরিবর্তনের জন্য কাজ করেছেন, এখনও করছেন।’
অনুষ্ঠানে আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ‘জ্ঞানের শুরু আছে, কিন্তু শেষ নাই এবং জ্ঞানের জগতে কোনও সীমারেখা নাই। আজ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সাথে আমি একমত যে, আমরা দুর্ভাগা জাতি। কারণ আমাদের সমাজ জ্ঞানবিমুখ সমাজ। আজও আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পারিনি। আমরা যদি তা পারতাম তাহলে আমাদের এত সমস্যা থাকতো না।’