টানা ২৫ দিনের জেলজীবন আর গত তিন দিনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান।
ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) প্রথম থেকেই আরিয়ানের জামিনের বিরোধিতা করে আসছে। আজও (২৮ অক্টোবর) একইভাবে নিজেদের যুক্তি তুলে ধরেন তারা।
এনসিবির আইনজীবীদের দাবি, ‘মাদক মামলার তদন্ত চলমান। তাই আরিয়ান জেলের বাইরে বের হলে সাক্ষ্য-প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকবে।’
এনসিবির পক্ষ থেকে আরও দাবি করা হয়, ইতোমধ্যে পূজা (শাহরুখ খানের ব্যবস্থাপক) এই মামলার সাক্ষীদের সঙ্গে দেখা করে তাদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।
তবে ২৩ বছর বয়সী আরিয়ানের পক্ষে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন তার আইনজীবী প্যানেল। জানানো হয়, বয়স বিবেচনায় নিতে এবং পিতার সুনামের বিরুদ্ধে যাবেন না আরিয়ান।
২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজশিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন তিনি।