ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থানা ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। কৃষক মো.সেলিম (৩২) হত্যার ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেছে। এ ঘটনায় এসআই মোহাম্মদ আলীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বশত্রুতার জেরে ৯ ফেব্রুয়ারী রাতে উপজেলার আন্দারিয়া মধ্যপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কৃষক মো.সেলিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে একই এলাকার আলাল উদ্দিন ফকিরের ছেলে জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি গরুর খামারের ঘরের ভেতর হাত বেধে রড দিয়ে বেড়ক পিটিয়ে গুরুত আহত করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে সেলিমের মৃত্যু হয়।
এঘটনায় আজ দুপুরে সেলিমের জানাজা শেষে আন্দারিয়া মধ্যপাড়া গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সেলিম নিহতের ঘটনায় তার স্ত্রী ফাতেমা খাতুন এসআই মোহাম্মদ আলীসহ ৫ জনকে আসামী করে ফুলাবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।