মায়ের সঙ্গে অভিমান করে ময়মনসিংহের যুবকের আত্মহত্যা

রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে অজিব (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। অজিব ময়মনসিংহ সদরের মাসকান্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে লালবাগের পোস্তা এলাকায় রিয়াজ উদ্দিন রোডের ৬০ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।

বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অজিবের বড় ভাই সোহাগ জানান, অজিব এলিফ্যান্ট রোডের একটি জুতার দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতো। সকালে বাসায় শুয়ে থাকলে মা তাকে দোকানে যেতে বলেন। এসময় দোকানে না যেতে চাইলে মা তাকে বকাঝকা করেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অজিব। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share this post

scroll to top