দুপুর থেকে ময়মনসিংহ-ঢাকা সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গাজীপুরের সদর উপজেলার সালনা এলাকায় শ্যামলী গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। এতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে আন্দোলন শুরু হয়। ওই প্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিক একযোগে আন্দোলনে যোগ দিয়েছে।

সড়ক অবরোধ করা শ্রমিকরা জানান, দুই বছর ধরে মালিক বেতন দিতে ঝামেলা করে। বেতন দেয় মাসের শেষে ২৫/২৬ তারিখ। এরপরও শ্রমিকরা কাজ করে যায়। কিন্তু আগস্ট, সেপ্টেম্বর মাসের বেতন দেয়নি। চলতি মাসের ২৫ তারিখ বেতন দেওয়ার কথা তাকলেও বেতন দিচ্ছে না। এতে একপ্রকার বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

ওই কারখানার ফিনিশিং কন্ট্রোলার আবু সাঈদ বলেন, ‘আমরা যারা স্টাফ তারা ৬ মাসের বেতন পাইনি। আমাদের এই প্রতিষ্ঠানের সকল সেক্টরের একই অবস্থা। বেতনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সালেহা আক্তার নামের ওই প্রতিষ্ঠানের নারী শ্রমিক বলেন, ‘আমরা দুই মাসের বেতন পাই না। এতে চাকরিও ছাড়তে পারছি না। বেতন ছাড়া সংসার চালাতে কষ্ট হচ্ছে। প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক এই প্রতিষ্ঠানে কাজ করে। বেতন দেয় না বলে অনেকে চাকরি ছেড়ে চলে গেছে।’

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি জাকির হোসেন বলেন, ‘আমরা দুপুরে পর থেকে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনা করে যাচ্ছি। শ্রমিকরা একটু ক্ষিপ্ত, যতদ্রুত সমাধান করা যায় তার চেষ্টা করে যাচ্ছি।’

শ্যামলী গার্মেন্টস লিমিটেড কারখানার ডিজিএম কাজল বরণ দেবনাথ শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমরা প্রতিষ্ঠান বন্ধ করে হলেও আপনাদের বেতন দিবো। আপনারা শান্ত থাকুন, শনিবার মধ্যে বেতন দেওয়া হবে।’

তবে এই আশ্বাসে খুশি নয় শ্রমিকেরা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Share this post

scroll to top