ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অষ্টধার ইউনিয়নের পান্ডাপাড়া মোড়ে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
অনুপ্রবেশকারীর অভিযোগ এনে অষ্টধার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমানের পরিবর্তন চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল খালেক সরকার, মজিবর রহমান তারা সরকার, জামাল উদ্দিন, খোরশেদ আলম, বীরমুক্তিযোদ্ধা মিরাজ আলী, আইউব উদ্দিন মাষ্টার প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের ত্যাগী নেতাকে বাদ নিয়ে দলে অনুপ্রবেশকারী অল্প বয়স্ক এক যুবককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। এটি তৃণমুলের সকল নেতাকর্মীর অপমানের শামিল। যোগ্য ব্যক্তি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হক বাবলুকে নৌকার মনোনয়ন দেয়া হউক। তারা বলেন, আমরা আজীবন নৌকা মার্কায় ভোট দিয়েছি, এবারও নৌকা মার্কায় ভোট দিতে চাই, তবে যোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হউক।
অষ্টধার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক আরমান বলেন, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। অষ্টধারে আওয়ামীলীগের অবস্থা ভালো নয় বিধায় আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি শহরে বড় হয়ে মনোনয়ন পাওয়ায় স্থানীয় লোকজন আন্দোলন করছে, সেটা বিষয় না।
জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, আওয়ামীলীগ দলটা অনেক এলোমেলো অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর জন্য মনোনয়ন বোর্ড ভেবে চিন্তে সঠিক লোককেই মনোনয়ন দিচ্ছে। তবে মনোনয়ন পাওয়া কারো বিরুদ্ধে যদি গুরুতর কোন অভিযোগ পাওয়া যায় তাহলে কেন্দ্রে অবহিত করা হবে।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট হবে ময়মনসিংহের সদর, ত্রিশাল এবং মুক্তাগাছা উপজেলায়। ইতোমধ্যে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে। নৌকার মনোনীতরা মাঠে সরগরম থাকলেও অনেকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাদের প্রার্থীতা পরিবর্তনে আন্দোলন করে যাচ্ছেন আওয়ামীলীগসহ স্থানীয়রা।