সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

রাজশাহী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর ওপারে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলপাড়াসংলগ্ন সীমান্ত এলাকায় বুধবার সকালে গ্রামবাসী ওই যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পান।

নিহত যুবকের নাম মো. মিঠুন (২৫)। তিনি ওই এলাকার মনজুর হোসেনের ছেলে। মিঠুন একজন কৃষক ছিলেন। তবে তিনি মোটরসাইকেলের রাইডারও ছিলেন বলে জানায় বিজিবি।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের লাশ পড়ে ছিল।

লাশ উদ্ধারের জন্য বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। রাজশাহীর দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন বলেন, কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না।

লাশটি এখন বিজিবির হেফাজতে আছে। পুলিশ রওনা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top