চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা, ময়মনসিংহে আটক ৩

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল পদে চাকরী পাইয়ে দেয়ার নামে প্রতারণা চক্রের তিন সদস্য আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ময়মনসিংহ ও জামালপুর থেকে তাদের আটকের কথা জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে আটককৃতদের মিডিয়ার সামনে হাজির করা হয়।

আটককৃতরা হলেন-জামালপুর জেলার মেলান্দহ থানার ছাবিল্লাহপুর গ্রামের ছামিউল আলম (৬৬), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের জালাল উদ্দিন (৭৫) এবং মুক্তাগাছা উপজেলার রহিমবাড়ি গ্রামের সোহরাব আলীর ছেলে মারুফ মিয়া (১৯)।

জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ময়মনসিংহ জেলায় একাধিক প্রতাকচক্র সক্রিয় হয়ে উঠেছে। আটকৃতরা চাকরী পাইয়ে দেবে বলে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা নেয় ও অতিরিক্ত সচিব পরিচয়ে পুলিশ সুপারকে চাকরী দেয়া কথা বলে প্রতারণা করে আসছিল। এসব কাজে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

Share this post

scroll to top