নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উৎসবমুখর পরিবেশে গুচ্ছ পদ্ধতির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী , এই কেন্দ্রে ০৬ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী  পরীক্ষায় অংশ নিয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হয়ে ১ টায় শেষ হয় ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির এই গুচ্ছ পরীক্ষা।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের কারও কারও অভিযোগ ছিল,  জাককনইবি পরীক্ষাকেন্দ্রে ঘড়ি না থাকায় সময় নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়েছে, কেউ কেউ আবার করেছে ক্যাম্পাসের প্রশংসা।

নাদিরা সেতু  নামে একজন পরীক্ষার্থী  বলেন, ‘পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। এছাড়া পরীক্ষা দিতে কোনো সমস্যা হয়নি। ‘মূল গেট থেকেই স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমরা।’

পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন। আমিরুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে ভালোই হয়েছে। নেত্রকোনা থেকে আজকে সকালে রওনা দিয়েও আমরা পরীক্ষা কেন্দ্রে  সহজেই পৌঁছাতে পেরেছি৷  সামনেও যেন এ ধারা অব্যাহত থাকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানায়, ‘ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই পরীক্ষার হলে প্রবেশ করানোর চেষ্টা করেছি। আর পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সার্বক্ষণিক নিরাপত্তায় রেখে  পরীক্ষার প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে হলগুলোতে বণ্টন করেছি। কোনো ধরনের সমস্যা হয়নি। আর কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’

উল্লেখ্য আগামী ১ নভেম্বর  ‘গ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top