নতুন ট্রেন চলবে ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রেলপথে

খুব শিগগিরি ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন ট্রেন চালু করা হবে। একই সঙ্গে এ অঞ্চলের ট্রেন স্টেশনগুলি আধুনিকায়ন ও কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন চালু করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

বৃহষ্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনে প্ল্যাটফরম উচুকরণ, একসেস কন্ট্রোল নির্মাণ এবং স্টেশন রিনোভেশন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ময়মনসিংহ রেল স্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুণনির্মাণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সব মিটারগেজ রেলপথকে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে।’

মন্ত্রী আরও বলেন, একশত ত্রিশ বছরের পুরনো ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনটি আধুনিকায়ন করা হবে। জামাত বিএনপি সরকারের আমলে রেলের কোন উন্নয়ন কাজ হয়নি।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে আধুনিক,যুগপযোগী এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারসাম্যপূর্ন রেলপথ গড়ে তোলা যায় সেই পরিল্পনা নিয়ে রেল মন্ত্রনালয় গঠন করে। রেল মন্ত্রনালয় থেকে আমরা উন্নয়নের অনেকগুলো পরিকল্পনা গ্রহন করেছি। একশত কিলোমিটার বেগে যাতে ট্রেন চলাচল করতে পারে সেজন্য রেলপথে সংযুক্ত হবে ডুয়েল গেজ। উভয় পাশে বড় প্লাটফর্ম তৈরি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত,সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা সে পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করছি।

এ সময় অন্যদেরে মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খানসহ প্রমুখ।

Share this post

scroll to top