স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর দুশ্চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। তবে পরপর দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।
পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে টাইগাররা।
এদিন খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি মনে করি এই জয় দুইটা খুবই প্রয়োজন ছিল। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, পরপর দুই ম্যাচে সেটা করতে পেরেছি। আজকের উইকেট তুলনামূলক ভালো ছিল। প্রথমে ব্যাট করে আমরা ভালো স্কোর করেছি।
তিনি আরও বলেন, ইনিংস শুরুর আগেই আমার বিশ্বাস ছিল যদি ভালো শুরু করতে পারি তাহলে বড় স্কোর গড়া সম্ভব। আমি মনে করি আমাদের আরও উন্নতি করার দরকার আছে। আমরা যদি ব্যাটে বলে নিজেদের সেরাটা উজার করে দিতে পারি তাহলে বড় দলগুলোকেও হারানো সম্ভব। সেটা আমরা অতীতেও করে দেখিয়েছি।