নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়েছে আনসার সদস্যরা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এঘটনায় জড়িতদের বিচারের দাবী নির্যাতিত শিক্ষার্থী ও সহপাঠিদের। এদিকে জড়িত দুই আনসার সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার তীব্র মাথাব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাদালের বহিবিভাগে এসেছিলেন চিকিৎসা নিতে। এসময় টিকিট সংগ্রহের লাইনে দাড়ানো নিয়ে এক ব্যক্তির সাথে ওই শিক্ষার্থীর বাকবিতন্ডা হয়। বিষয়টি লক্ষ্য করে এগিয়ে এসে আনসার সদস্যরাও বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে অসুস্থ্য শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে নিয়ে বেধরক মারধর করে আনসার সদস্যরা। উপুর্যপুরি কিলঘুষি দিয়ে মাটিতে ফেলে বন্দুক দিয়ে পিটানো হয় বলে অভিযোগ নির্যাতনের শিকার শিক্ষার্থীর।

এদিকে হাসপাতালের উপপরিচালক জানান, মারধরের কথা স্বীকার করায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Share this post

scroll to top