জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এক রাতে দুটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বুধবার রাতে বগারচর ইউনিয়নের বালুরচর গ্রাম ও সারামারা গ্রামে বাল্যবিয়ে দুটি বন্ধ করা হয়।
নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান , বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামের এক কৃষকের শিশু কন্যা সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৪) এবং একই ইউনিয়নের সারমারা গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১১) বিয়ের দিন ধার্য্য করা হয়। বুধবার রাতে কনে পক্ষ এই দুটি বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৃথক অভিযান চালিয়ে বাল্যবিয়ে দুটি বন্ধ করা হয় এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদেরকে বিয়ে না দিতে কনে পক্ষের নিকট মুচেলিকা নেওয়া হয় ।