ময়মনসিংহে অশুভ তৎপরতার বিরুদ্ধে আ’লীগের সমাবেশ

ময়মনসিংহে সাম্প্রদায়িকতা ও অশুভ তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর টাউন হল চত্বর থেকে জেলা আওয়ামী লীগের একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা সভাপতি বিকাশ রায়, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this post

scroll to top