ময়মনসিংহে এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন ছিলেন ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করেছেন। তাঁর স্বপ্ন ছিলেন দেশনেত্রীর নেতেৃত্বে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার সুপ্রতিষ্ঠত করা। গতকাল প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদল আয়োজিত কোরআন খতম, স্মরণ সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স একথা বলেন।

দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রয়াত এই নেতার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। এজন্য সবাইকে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।

এর আগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। এসব কর্মসুচীতে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মোফাখ্খার ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, আক্তারুল আলম ফারুক, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুল হক, মরহুমের পুত্র রানা, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহীদুল আমিন খসরু ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, জেলা যুবদলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ প্রমুখ। বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত স্মরণসভা অনুষ্ঠিত হয়। ##

Share this post

scroll to top