ময়মনসিংহে মাদক সেবনরত অবস্থায় ৬ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলম মিয়া (৩৫), আনোয়ার (৫০), মানিক মিয়া (৩৫), মংলা মিয়া (৩৫), সিরাজ (২৮) ও রবিন মিয়া (২৫)কে মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতু আটককৃতদের সাজা প্রদান করেন।