ময়মনসিংহে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

কোরআন অবমাননা ও প্রতিবাদকারী তৌহিদী জনতার উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন আলেম-উলামা সমাজ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) বিকেল ৫টায় ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় তৌহিদী জনতার ব‍্যানারে এ মানববন্ধন করেন তারা।

এতে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মাসুদুর রহমান, খালেদ সাইফুল্লাহ, মুফতি শহীদুল্লাহ, মো: ফরহাদ, ইয়াসিন আরাফাত, জোবায়ের আহমদ, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননায় জড়িতদের চিহ্নিত করে বিচার করতে হবে। সেই সাথে এ ঘটনায় প্রতিবাদকারী নিরীহ তৌহিদী জনতার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

অন‍্যথায় এদেশের তৌহিদী জনতা আবারও রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ‍্য হবে।

Share this post

scroll to top