সুনামগগঞ্জে বাসের চাপায় তিন মোটরসাইকল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সুনামগঞ্জ-সিলেট সড়কের পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁয় গ্রামের পাশে বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- কৈতক গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে লায়েক মিয়া (১৭), জালাল উদ্দিনের ছেলে হৃদয় আহমদ (১৮) ও শফিক মিয়ার ছেলে জামিল আহমদ (১৮)।
আহতরা হলেন- নাবিল আহমদ (১৫), কাউছার আহমদ (১৫) ও রনি দাস (১৬)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহমদ জানান, সুনামগঞ্জ থেকে আরএমজি নামের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিল। পথে বাসটি একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লায়েক, হৃদয়ও জামিল নিহত হন৷
দুর্ঘটনার পর সিলেট সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যাজটের সৃষ্টি হয়েছিল বলে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর জানান।
তিনি বলেন, এ ঘটনায় বাসসহ চালক আবদুল হালিমকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।