তালেবান নেতৃত্বের সাথে মুখোমুখি হতে পারে ভারত। রাশিয়ার নেতৃত্বাধীন কাবুল-সংক্রান্ত আলোচনার এই মঞ্চটিতে ভারত ছাড়াও রয়েছে, আমেরিকা, চীন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ। মস্কোয় ২০ তারিখের ওই বৈঠকে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ গেছে ভারতের পররাষ্ট্র দফতরে। এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি ঠিকই, কিন্তু সূত্রের খবর, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চপদস্থ কূটনীতিকদের ওই বৈঠকে যোগ দেয়ার সম্ভাবনাই বেশি। রাশিয়া তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও, পরিস্থিতি বিবেচনা করে ওই সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। এই প্রথম তালেবান এই মেকানিজমটিতে যোগ দিতে চলেছে।
এর আগে গত ৩১ অগস্ট দোহায় ভারতের সাথে তালেবান প্রতিনিধির কথা হয়েছিল। তবে তালেবান সরকার গড়ার পরে এ বারই প্রথম ভারতের সাথে কাবুলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের পাশাপাশি এই মেকানিজমটির বেশির ভাগ দেশই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।