কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পাল মারা গেছেন। বুধবার বিকেল তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোনায় শ্বশুড় বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নেত্রকোনা থেকে কবি অমিতাভ পালের মরদেহ পৈতৃকবাড়ি ময়মনসিংহ শহরের পন্ডিত পাড়ায় নিয়ে আসা হয়েছে।
জানা যায়, পূজার ছুটিতে কবি অমিতাভ পাল গতকালই শ্বশুরবাড়ি নেত্রকোনায় গিয়েছিলেন। দুপুর আড়াইটার দিকে পূজা মণ্ডপে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিতাভ পালের জন্ম ১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। তার বাবা আশুতোষ পাল এবং মা শিউলী পাল। কৃষি বিজ্ঞানে স্নাতক এই কবি পরিবেশসম্মত কৃষিতে বিশেষজ্ঞতা অর্জন করেন সুইডেন থেকে।
বেশকিছু কবিতার বই সহ আছে একাধিক গল্পের বই। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে গণবেদনার গাথা, অ্যাপসগুলি, পুননির্বাচিত আমি, রাতপঞ্জি।
চ্যানেল আই সহ বেশকিছু মিডিয়া হাউসে কাজ করেছেন অমিতাভ পাল। সর্বশেষ তিনি একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।