অবসরে যাওয়ার পর চুক্তিতে ২ বছরের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক নিয়োগ পেলেন ড. ইয়াহিয়া মাহমুদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮’ এর ধারা ১১(২) অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তিনি মহাপরিচালক (গ্রেড-২) পদে এই নিয়োগ পেয়েছেন।
চাকরির মেয়াদ শেষে গত ১ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান ইয়াহিয়া মাহমুদ। ইয়াহিয়া ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হন।