ময়মনসিংহে ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ময়মনসিংহ জেলায় নৌকার মনোনয়ন প্রাপ্তদের তালিকা নিচে দেয়া হলো-

হালুয়াঘাটে নৌকার টিকিট যারা পেলেন:

হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নে মো. সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নে মোহাম্মদ ছামাদুল ইসলাম, গাজিরভিটা ইউনিয়নে মো. আব্দুল মান্নান, বিলডোরা ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন, শাকুয়াই ইউনিয়নে সাহেদ আলী, নড়াইল ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, ধারা ইউনিয়নে তোফায়েল আহমেদ, ধুরাইল ইউনিয়নে মো: ওয়ারিছ উদ্দিন (সুমন), আমতৈল ইউনিয়নে মো: আককাছ আলী, স্বদেশী ইউনিয়নে মো: খোরশেদ আলী।

ধোবাউড়া উপজেলায় নৌকার টিকিট যারা পেলেন:

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে মো ফজলুল হক, গামারীতলা ইউনিয়নে মো: আতাউর রহমান, ধোবাউড়া ইউনিয়নে মো: নজরুল ইসলাম মুকুল, পোড়াকান্দুলিয়া ইউনিয়নে মো: বকুল মিয়া, গোয়াতলা ইউনিয়নে মো: আলমগীর হোসেন, ঘোষগাঁও ইউনিয়নে মো: শামছুল হক, বাঘবেড় ইউনিয়নে মো: মেহেদী হাসান।

ফুলবাড়িয়া উপজেলায় নৌকার টিকিট পেলেন যারা:

নওগাঁও ইউনিয়নে মো: আ: রাজ্জাক, পুটিজানা ইউনিয়নে মো: ময়েজ উদ্দিন তরফদার, কুশমাইল ইউনিয়নে মো: শামছুল হক, বালিয়ান ইউনিয়নে হাজেরা খাতুন, দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম (বাবলু), ফুলবাড়ীয়া ইউনিয়নে মো: আতাহার আলী, বাক্তা ইউনিয়নে মো: নাজমুল হক (সোহেল), রাঙ্গামাটিয়া ইউনিয়নে মির্জা মো: কামরুজ্জামান, এনায়েতপুর ইউনিয়নে মো: বুলবুল হোসেন, কালাদাহ ইউনিয়নে মো: ইমান আলী, রাধাকানাই ইউনিয়নে মো: গোলাম কিবরিয়া তরফদার, আছিমপাটুলী ইউনিয়নে এস.এম. সাইফুজ্জামান, ভবানীপুর ইউনিয়নে মো: জবান আলী সরকার।

Share this post

scroll to top