দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে কোনো ধরনের উগ্রবাদী হামলা বা নাশকতার আশংকা নেই।

‘এবছর আমাদের কাছে উগ্রবাদী হামলা সম্পর্কিত গোয়েন্দা তথ্য নেই’ উল্লেখ করে তিনি বলেন, এরপরও ‘আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।’

র‌্যাব’র ডিজি সোমবার দুপুরে রাজধানীর বনানী-পূজামন্ডপ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে এসব কথা বলেন।

Share this post

scroll to top