ফেনীর দাগনভূঞা উপজেলার ভাষা শহীদ সালাম নগর সড়কটি নদীগর্ভে বিলিন হয়ে জীর্ণদশায় পরিণত হয়েছে। সড়কটির বেহাল অবস্থার কারণে এ গ্রামের কয়েক হাজার মানুষ, ভাষা শহীদ সালাম যাদুঘর ও গ্রন্থাগারে আগত দর্শনার্থী ও ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।
স্থানীয়রা জানায়, সালাম নগরের প্রায় সাত হাজার জনগণের বসবাস। আশপাশের গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এ ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করেন। বর্ষা মৌসুমে রাস্তাটির পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর স্রোতে রাস্তাটি উল্লেখযোগ্য অংশ নদীতে বিলীন হয়ে যায়। রাস্তাটির ভাঙন প্রতিরোধে দুপাশে দেয়া হয়েছে বাঁশের খুঁটি। বিষয়টি একাধিকরা সংশ্লিষ্ট বিভাগকে জানালেও সংস্কারের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ করে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, অতিবৃষ্টির কারণে বর্ষাকালে রাস্তাটি ভেঙ্গে গেছে। ফলে মানুষ সালাম যাদুঘরে আসতে পারছেন না।
ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম জানান, ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে আসার জন্য রাস্তা ছিল, একটি সাইনবোর্ডও ছিল। এখন নদী ভাঙ্গনে রাস্তা ভেঙ্গে গেছে। রাস্তাটি মেরামতে সরকার দুবার উদ্যোগ নিলেও তা হয়নি। তিনি রাস্তাটি পুনঃমেরামতের দাবী জানান।
ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ রাস্তাটি সংস্কার হচ্ছে না। এতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সকলেরই আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। এর ফলে দিন দিন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে। সড়কটি সংস্কার হলে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা আরও বাড়বে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা বলেন, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। অল্প সময়ে স্বল্প দূরত্বের রাস্তাটি সংস্কারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।