ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কানে হেডফোন লাগানো ছাত্রের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে থাকা ৮ম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি কাশর এলাকায় পৌছলে রেললাইনের পাশে বসে থাকা স্থানীয় বার্নিস মিস্ত্রি রবি’র ছেলে মিনহাজ (১৫) কে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই মারা যায় মিনহাজ। মিনহাজ নগরীর গোহাইলকান্দী ড্যাফডিল মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

মিনহাজের ছোট ভাই মাহিন (১১) জানান, আমি বিকাল থেকেই ভাইকে বাসায় থাকতে বলি। তাকে বাসায় থেকে গেম খেলতে অনুরোধ করলেও সে শুনে নাই। সে রেললাইনের পাশে বসে থাকলে ট্রেনটি ধাক্কা দেয়।

সর্বশেষ খবর মতে, লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Share this post

scroll to top