লক্ষীপুরে শিশু অধিকার সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরন

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী ১০ অক্টোবর (রোববার) বিকেলে ল²ীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তহিদুল ইসলাম, ল²ীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, জাকির হোসেন ভৃঁইয়া আজাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

Share this post

scroll to top