লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজী গাঁজাসহ কামরুল হাসান (২৮) ও মাঈন উদ্দিন (৩৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এর মধ্যে কামরুল হাসানের বাড়ি সদর উপজেলার বাঙ্গা খাঁ গ্রামে ও মাঈন উদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া গ্রামে।
শনিবার গভীর রাতে শহরের দক্ষিণ মজুপুর ও পাবর্তীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় রোববার সকালে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: আজিজুর রহমান জানান গোপন সংবাদ পেয়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে তাদের ব্যবহৃত মটরসাইকেলসহ আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১৬ কেজী গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।