গফরগাঁওয়ে তরুণের আত্মহত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফরিদ (১৮) নামে এক তরুণ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান। উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বীর বখুরা গ্রামে শুক্রবার বিকালে বিষপানের ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি, ফরিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বীর বখুরা গ্রামের নূরুল ইসলামের ছেলে ফরিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ফরিদ গোপনে নিজ বাড়িতে বিষপান করেন। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

ফরিদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ফরিদের মানসিক সমস্যা ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল।

Share this post

scroll to top