জাককানইবি’র পূর্নাঙ্গ রেজিস্ট্রার ড. হুমায়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন।

যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ড. হুমায়ুন ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এরই মধ্যে উপাচার্যের পিএস হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে সাড়ে আট বছর যাবৎ জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এই কৃতিসন্তান তাঁর নিজ এলাকা থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি-বিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Share this post

scroll to top